বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

Bangla upodesh mulok kotha || উপদেশ মূলক উক্তি

ভালো কিছু উপদেশ - উপদেশ মূলক উক্তি


Bangla upodesh mulok kotha, উপদেশ মূলক উক্তি, আমরা মানুষ আমাদের জীবনে চলার পথে কিছু না কিছু ভুল করে থাকি। আর এই ভুল করা থেকে, বাঁচার জন্য প্রতিনিয়ত আমাদের প্রয়োজন। 

তাই কিছু অনুপ্রেরণা মূলক কথা, ভালো উপদেশ মূলক উক্তি বা ইসলামিক মোটিভেশনাল উক্তি, জীবন ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।


প্রত‍্যেকের জীবন চলার পথে অনেক বাধা আসবে। আর সেই বাধাকে অতিক্রম করার জন‍্য, প্রয়োজন অনেক ছোট ছোট নীতি বাক্য, উৎসাহ মূলক কথা আর এই উৎসব কথার। 


যদি আমরা প্রতিদিন বিখ্যাত মনীষীদের উক্তি মূলক বাণী শুনতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আর এই জন্য সেরা ইসলামিক উক্তি হোক বা শিক্ষামূ্লক কথা হোক। 

যা আমাদের জীবন ধারণের জন্য জ্ঞানের উপদেশ মূলক উক্তি বা মোটিভেশনাল উক্তি আমাদের জন্য খুবই প্রয়োজন।


তাই আজ এই আর্টিকেলে - বাংলা উপদেশ মূলক SMS, ভালো কিছু উপদেশ, বাংলা উপদেশ মূলক উক্তি, ভালোবাসার উপদেশ মূলক উক্তি, ইসলামিক মোটিভেশনাল উক্তি, ইসলামিক উপদেশ মূলক উক্তি


ভালোবাসার উপদেশ মূলক উক্তি

কাউকে হাসাতে না পারলে, কাউকে কাঁদিও না। কাউকে আনন্দ দিতে না পারলে, কাউকে কষ্ট দিও না। 

যদি কাউকে ভালবাসতে না পারো, কাউকে  ঘৃণা করো না। আর যদি কারো বন্ধু হতে না পারো,তবে কারো শত্রু হইও না।


মানুষের জীবনটা খুবই সাধারণ, তুমি তেমন টাই পাবে, যেমন টা তুমি অন‍্যকে দিবে। যদি সম্মান চাও, তাহলে আগে সম্মান দাও। 

মনোযোগের প্রত্যাশা করলে, আগে মনোযোগী হও। আর যদি ভালোবাসা চাও, তাহলে আগে ভালোবাসা দাও। -- বাংলা উপদেশ 


Bangla upodesh mulok kotha

বাংলা উপদেশ মূলক SMS, ভালো কিছু উপদেশ, বাংলা উপদেশ মূলক উক্তি, ভালোবাসার উপদেশ মূলক উক্তি, ইসলামিক মোটিভেশনাল উক্তি, ইসলামিক উপদেশ মূলক উক্তি
উপদেশ মূলক উক্তি


মায়া আর 'প্রেম' এক জিনিস নয়। প্রেমের মধ্যে মায়া আছে। কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে! 


জীবন হলো - একটা পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জীবনে প্রশ্নপত্র আলাদা আলাদা। 

তাই যদি কেউ অন‍্যের পরীক্ষার প্রশ্নপত্র অন্ধভাবে নকল করে। তাহলে সে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক।



নিজেকে কোনো একই স্থানে আটকে রাখবেন না - সকল স্থান তোমার জন্য উপযোগী হবে না; এটাই স্বাভাবিক। 

তাই কোনো সময় নিজেকে একই স্থানে আটকে না রেখে। চারি দিকে সুযোগ-সুবিধা গুলো অনুসন্ধান করো। 

জীবনে সফল হওয়ার জন্য, তোমাকে উপযুক্ত প্রতিবেশ খুঁজে নিতে হবে।



জীবনে জ্ঞান অর্জন করতে থাকো - এমনকি জীবনের প্রতিটি মুহূর্ত থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করো। আর এই অভ‍্যাস মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিৎ।


নিজের লক্ষ্য থেকে পিছু পা হইও না। নিজের জীবনের লক্ষ্য স্থির করো। আর সেই লক্ষ্য অর্জন করতে, যতই বাধা-বিপত্তি আসুক না কেনো ? 

 সব বাধা-বিপত্তি মোকাবেলা করে, এগিয়ে যেতে হবে, পিছু হটলে চলবে না।

ইসলামিক উপদেশ মূলক উক্তি

কোনো কাজে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করে যাও, তাহলেই জীবনে একদিন প্রতিষ্ঠা পাবে।



অতীত বেশির ভাগ সময় তোমাকে কষ্ট দিবে। ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সবসময়ই তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো।


যাকে ভালোবাসবে মন দেখে ভালোবাসো,ধন দেখে নয়। প্রেম করো গুন দেখে, রুপ দেখে নয়। 

স্বপ্ন দেখো রাতের বেলায়,দিনের বেলায় নয়। ভালবেসো এক জনকে, দশ জনকে নয়।



পৃথিবীতে বেঁচে থাকতে হলে, অনেক সময় মায়াকে তুচ্ছ করতে হয়। - ইসলামিক মোটিভেশনাল উক্তি





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bangla upodesh mulok kotha || উপদেশ মূলক উক্তি

ভালো কিছু উপদেশ - উপদেশ মূলক উক্তি Bangla upodesh mulok kotha, উপদেশ মূলক উক্তি, আমরা মানুষ আমাদের জীবনে চলার পথে কিছু না কিছু ভুল করে থাকি।...