রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

ছোট ছোট নীতি বাক্য

ছোট ছোট নীতি বাক্য - নিজেকে ভালো রাখার সব থেকে ভালো উপায় হলো, অল্পতেই সন্তুষ্ট থাকা। আর কারো কাছে থেকে বেশি কিছু আশা না করা। 

নিজেকে একবার কবরে রেখে, দুনিয়াকে কল্পনা করে দেখুন। দেখবেন আপনার জন্য কেউ থেমে নেই, তাই নিজেকে পরিবর্তন করুন। যদি নিজেকে পরিবর্তন করবে পারেন, তাহলে ভাগ্য এমনিতেই বদলে যাবে।

আদর্শ নীতি বাক্য - নীতি বাক্য বাংলা

নিজেকে নিয়ে কখনো অহংকার করা উচিত নয়, 
কারণ - একটা খবরের কাগজ - ১০ টাকায় বিক্রি হয়, 
বিকালে সেই খবরের কাগজ কেজি বিক্রি হয় - ১০ টাকা, 
শুধুমাত্র সময়ের ব্যাপার, 
সুতরাং অহংকার করবেন না। 


জীবনে একা চলতে শিখতে হয়,
মানুষের ভিড়, মানুষের মনের সাহস জোগায় ঠিকই।
কিন্তু পরিচয় কেড়ে নেয় !

এই পৃথিবীতে - জীবনে একমাত্র সুখী, সেই হতে পারে,
যে সমস্ত পরিস্থিতিতে 
নিজেকে মানিয়ে নিতে শিখেছে। – বাস্তব জীবনের কিছু সত্য কথা

ভুল করার দরজা যদি বন্ধ করে দাও !
তাহলে ঠিক করার, রাস্তাও বন্ধ হয়ে যাবে। - রবীন্দ্রনাথ ঠাকুর 


জীবনের সুখী হওয়ার মূলমন্ত্র -
সমস্যা আর সুখ 
দুটোই কিন্তু Temporary 
তাই সুখে থাকলে, উল্লাস করবেন না। 
আর সমস্যার মধ্যে থাকলে, ভেঙ্গে পড়বে না। 

বইয়ের পাতা, মানুষকে যা শিক্ষা দেয়। 
তার চেয়ে অনেক বেশি, কিছু শিখিয়ে দেয় 
জীবনের পাতা। – শিক্ষা মুলক নীতি বাক্য

ছোট ছোট নীতি বাক্য, ইসলামিক নীতি বাক্য বা ছোট ছোট ইসলামিক উক্তি, আদর্শ নীতি বাক্য - নীতি বাক্য বাংলা,
আদর্শ নীতি বাক্য



ইসলামিক নীতি বাক্য বা ছোট ছোট ইসলামিক উক্তি

যে ব্যক্তি –
আল্লাহ’র উপর প্রবল বিশ্বাস রাখে, 
আল্লাহ –
তার ইচ্ছা অপূর্ণ রাখেন না… ইসলামিক সুন্দর নীতি বাক্য
যে ব্যক্তি মানুষকে দয়া করে না,আল্লাহ তাহার উপর রহমত বর্ষণ করে না। 
পূণ্য অর্জন অপেক্ষায়, পাপ বর্জন করে চলা শ্রেষ্ঠত্বর। -  হযরত আলী (রা)
মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, 
কিন্তু প্রতিষ্ঠা করা যায় না।
সত্যকে লুকিয়ে রাখা যায়, 
কিন্তু বিলুপ্ত করা যায় না। - ছোট ছোট ইসলামিক উক্তি
  • কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে,
  • আর কাউকে ক্ষমা করার আনন্দ সারা জীবন থাকে। — বাংলা সুন্দর কথা
  • সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে,
  • তখন জিতে যায় দুজনই –
  • শুধু হেরে যায় সম্পর্ক

চমৎকার নীতি বাক্য হৃদয়ে অনুপ্রেরণা যোগাবে 

  • যদি স্বপ্ন দেখতে জানো, তাহলে জীবনের কাঁটা গুলোও ধরা দেয় গোলাপ হয়ে। 

যদি সময় থাকতে স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, তাহলে তোমাকে কাজ করতে হবে।  চলতে হবে অন্যদের অধীনে - তাই নিজের স্বপ্নগুলো সত্যি করার জন্য চেষ্টা চালিয়ে যান। 

জীবনে কোনো সময় দায়িত্ব নিতে ভয়,পাবেন না।
যদি ভয় পান তাহলে - জীবনে নতুন কিছু শিখতে পারবেন। – দায়িত্ব ও কর্তব্য

তুমি যদি সমস্যাকে বড় করে দেখো !
তাহলে কখনও …
সমাধানের পথ খুঁজে পাবে না।

সুখের নাম জীবন নয়,
কষ্টকে জয় করে বেঁচে থাকার
নামই জীবন। – কষ্টের নীতি বাক্য

জ্ঞানী আগে চিন্তা করে 
তারপর কথা বলে 
নির্বোধ আগে কথা বলে 
তারপর চিন্তা করে। -রবীন্দ্রনাথ ঠাকুর

গুনীজনের নীতি বাক্য বা উপদেশ

  • সততার কাছে দুর্নীতি কোনো দিনই জয়ী হতে পারে না। – উ ইলিয়াম শেক্সপিয়র

  • এমন কোনও মহত্ত্ব নেই - যেখানে সরলতা, মঙ্গলতা এবং সত্য নেই। – লিও টলস্টয় 

  • যে মানুষ যত বেশী সত্য গোপন করতে পারে, সে তত বেশী সৎ-চরিত্রবান হয়।– হুমায়ূন আজাদ

  • সততা হচ্ছে জ্ঞানের বইয়ের প্রথম অধ্যায়। – থমাস জেফারসন

  • ধার্মিকতা ও ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা - মানুষকে আলোর পথে নিয়ে যায়। আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। এ দেশের মানুষকে আমি ধার্মিক বলব না, কারণ এ দেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ। -রেদোয়ান মাসুদ

  • সততা খুবই দামী জিনিস, এটা যার তার কাছ থেকে  কখনোই আশা করবেন না! – ওয়ারেন বাফেট

  • সৎ লোক সাতবার বিপদে পড়লেও  আবার উঠে দাঁড়ায় কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়ে যায়। — হযরত সোলায়মান (আঃ)

  • আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহকে। আর তারপর ভয় পাই সেই মানুষকে - যে আল্লাহকে মোটেই ভয় পায় না। -শেখ সাদী

  • জীবনের সফলতা আসে, অভিজ্ঞাতা থেকে !
  • আর অভিজ্ঞাতা আসে ব্যর্থতা থেকে। 

ভালো লাগলে Disha360 সাথে থাকবেন। 🙏🙏🙏



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bangla upodesh mulok kotha || উপদেশ মূলক উক্তি

ভালো কিছু উপদেশ - উপদেশ মূলক উক্তি Bangla upodesh mulok kotha, উপদেশ মূলক উক্তি, আমরা মানুষ আমাদের জীবনে চলার পথে কিছু না কিছু ভুল করে থাকি।...